নাটোরে আওয়ামী লীগ নেতা আটক

11 hours ago 9

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাবকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দয়ারামপুর বাজারের ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তারাবির নামাজ শেষ করে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।

তিনি উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে একাধিক মামলা আছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না।

রেজাউল করিম রেজা/জেডএইচ/

Read Entire Article