নাটোরে আওয়ামী লীগ নেতা মনির গ্রেফতার

3 months ago 65

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান মনিরুজ্জামান মনির। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি বাড়িতে অবস্থান করছেন। পরে রাত ২টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জেআইএম

Read Entire Article