নাটোরে ওয়ালটন কোম্পানির একটি শোরুমে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে শহরের কানাইখালী এলাকায় ওয়ালটন প্লাজায় এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শোরুমের ম্যানেজার।

জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ালটন শোরুমের ম্যানেজার দেওয়ান শাহ আলম জানান, ভোরে শোরুমের ভেতর ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া স্থানীয়দের সহযোগিতায় শোরুম থেকে মালামাল বের করে আনার চেষ্টা করা হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম

6 months ago
98








English (US) ·