নাটোরে থেমে থাকা পিকআপে অপর পিকআপের ধাক্কা, নিহত ২

3 months ago 10

নাটোর সদরে থেমে থাকা বিকল পিকআপ ভ্যানে অপর পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের চকবৈদনাথ চামড়া পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন থেমে থাকা পিকআপের ভ্যানের চালক রনি (৩৫) ও আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০)। তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে আসা একটি আম বোঝাই পিকআপ চাকা নষ্ট হয়ে গেলে নাটোর শহরের চামড়া পট্টি এলাকায় চালক ও আম ব্যবসায়ী নেমে অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চাকা পাল্টানোর চেষ্টা করছিলেন। এসময় অপর একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার সময় পেছন থেকে থেমে থাকা পিকআপকে ধাক্কা দেয়। এতে আম বোঝাই পিকআপ চালক ও আম ব্যবসায়ী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোরে থেমে থাকা পিকআপে অপর পিকআপের ধাক্কা, নিহত ২

নাটোর স্টেশন বাজার এলাকার বাসিন্দা সুজন অভিযোগ করেন, দুর্ঘটনার সময় টহল পুলিশকে অনুরোধ করলেও তারা ঘটনাস্থলে আসেননি।

এ ঘটনায় নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তিনি সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম

Read Entire Article