নাটোরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

3 months ago 36

নাটোরের লালপুরে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জুন) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের সুন্দর গড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুন্দর গড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার (১ জুন) রাতে স্বামী ও স্ত্রী ঘুমাতে যান। সোমবার ভোরে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, শোবার ঘরে স্ত্রী ফাতেমা ও ঘরের পাশে থাকা তামাকের ঘরের আড়ার সঙ্গে রইজুল ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

রেজাউল করিম রেজা/এমএন/জিকেএস

Read Entire Article