নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

1 day ago 11

নাটোরের বড়াইগ্রামে ঈদের দিন বাড়ি থেকে বেরিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (১৮) বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে। আব্দুল্লাহ পেশায় একজন রংমিস্ত্রি।

স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এমআরএম

Read Entire Article