নাতনির জন্য নাশতা নেওয়া হলো না দাদির, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

1 month ago 15

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আতুর বানু (৭৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বৃদ্ধার নাতি মিরাজ জানান, আমার বোন রাবেয়া এলাকার একটি মাদরাসায় পড়ালেখা করে। আমার দাদি সকালে বোনের জন্য নাশতা নিয়ে যাওয়ার সময় ঝালকুড়ি করইতলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এসআইটি/জেআইএম

Read Entire Article