নানা আয়োজনে রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2 months ago 7

নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

রোববার (৬ জুলাই) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এদিন সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ করা হয় এবং এরপর শোভাযাত্রা হয়।

বেলা ১১টায় বৃক্ষরোপণ, বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

নানা আয়োজনে রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসতে পেরেছি এজন্য আয়োজনকারী এবং উপাচার্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে। এই জুলাই মাসে এ ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে, তরুণদের সামনে আসতে পেরে ভালো লাগছে।

১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।

মনির হোসেন মাহিন/জেডএইচ/জিকেএস

Read Entire Article