ভোলায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মো. কালিমুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কালিমুল্লাহ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মো. ইমন মিয়ার ছেলে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে কালিমুল্লাহ তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সকালের দিকে কালিমুল্লাহর মাসহ নানার বাড়ির লোকজন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাড়ির লোকজনের অগোচরে বসতঘর থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। পরে বসতঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম