নাফ নদীতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

1 day ago 9

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. ফিরোজ নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত যুবক মো. ফিরোজ (৩০) টেকনাফ হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে। বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।

আহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে ফিরোজ জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম

Read Entire Article