নাম পাল্টে গেল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের

3 months ago 60
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। বুধবার (২৮ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নতুন নাম দেওয়া হয়েছে সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়া।  প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এ নামগুলো পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, ১৯৬৩ সালের ৩১ জুলাই সুবিল খালের পাড়ে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ১৫ বছর বেসরকারি অবস্থায় থাকার পর ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি এ প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। বগুড়ার তৎকালীন খ্যাতনামা শিল্পপতি ও শিক্ষা অনুরাগী মরহুম মজিবর রহমান ভান্ডারী ছিলেন এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি। তার নাম অনুসারেই এই কলেজটির নামকরণ হয়।
Read Entire Article