রাজধানীর রমনা থানাধীন বেইলি রোড এলাকার শান্তিনগর মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ডবল ডেকার বাসের ধাক্কায় মো. তাশিকুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১ জুন) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাহফুজ বিন তাসিব জানান, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। আজ ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে শান্তিনগর মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ডবল ডেকার বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। বর্তমানে রমনার শান্তিনগরে একটি বাসায় থাকি। আমরা তিন ভাই বোন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এএমএ/এমএস

5 months ago
79









English (US) ·