নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি
খুলনার ঘরের ভেতরে ঢুকে সোহেল (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোহেল মোড়েলগঞ্জ উপজেলার মিশন বাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।
এর আগে, গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনো তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল। এ সময় ৪টি মোটরসাইকেলে ৭-৮ জন দুর্বৃত্ত এসে ঘরের ভেতরে ঢুকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত সোহেলের স্ত্রী টুম্পা বলেন, সোহেলকে আগেও একবার গুলি করা হয়েছে। আগের গুলি এখনো পেটে আটকে আছে, বের করা যায়নি। শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে খাওয়ার শেষ করে ছেলেকে নিয়ে বিশ্রাম করছিল। এমন সময় চারটি মোটরসাইকেলে ৭-৮ জন ঘরের মধ্যে ঢুকে তার মাথায় গুলি করে। ওরা প্রত্যেকে হেলমেট পরা, হাতে বড় বন্দুক ছিল ।
ওসি শফিকুল ইসলাম বলেন, সোহেলের কপালে গুলি লেগেছে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে এই হামলা হতে পারে।