নারায়ণগঞ্জে বহুতল ভবনে আগুন

2 months ago 7
নারায়ণগঞ্জের দেওভোগের হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাকিম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় একটি গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান কালবেলাকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দেওভোগ হাকিম প্লাজা মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।
Read Entire Article