নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক হত্যা: কিশোর গ্যাং নেতা গ্রেফতার

5 months ago 70

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ফারুক নামের এক শ্রমিক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতার আসামির নাম মো. আনাস (২০)।

সোমবার (২৫ মে) বিকেলে ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত পৌনে ১২টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার আনাস সিদ্ধিরগঞ্জের মহসিন প্রধানের ছেলে। আনাস ওই কিশোর গ্যাংয়ের নেতা বলে জানা গেছে।

মামলার এজাহারের বরাতে র‍্যাব জানায়, ভিকটিম ফারুক একজন হোসিয়ারি শ্রমিক ছিলেন। গ্রেফতার আসামি আনাসের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে কিশোর গ্যাং নেতা আনাস ও তার ৭/৮ জন সহযোগী কিশোর ভিকটিমকে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায়। পরে ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

র‍্যাব আরও জানায়, ভিকটিম আর্থিকভাবে অসচ্ছল থাকায় সামান্য চিকিৎসা সেবা নিয়ে ৩০ ডিসেম্বর ছাড়পত্র নিয়ে বাড়ি চলে আসেন। এরপর আবারও শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে আসামিরা আত্মগোপনে চলে যান। র‍্যাব-৩ এর সহযোগিতায় র‍্যাব-১১ মামলার দ্বিতীয় আসামি কিশোর গ্যাং সেতা আনাসকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


মো. আকাশ/কেএসআর

Read Entire Article