নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি রাকিব গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২০ মামলার আসামি রাকিব (২৪) ওরফে গুই রাকিবকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এসময় তার থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে র্যাব-১১ এর একটি আভিযানিক দল উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব-১১ নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। এর কিছুদিন আগে রাকিব ও তার লোকজন ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে বলে হুমকি দেন। পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন। র্যাব আরও জানায়, ১৮ অক্টোবর পুনরায় চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে লক্ষ্য করে গুলি করলে ব্যবসায়ীর ডান পা গুলিবিদ্ধ হয়। তখন তার চিৎক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২০ মামলার আসামি রাকিব (২৪) ওরফে গুই রাকিবকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এসময় তার থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে র্যাব-১১ এর একটি আভিযানিক দল উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১ নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। এর কিছুদিন আগে রাকিব ও তার লোকজন ভিকটিমের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দিবে বলে হুমকি দেন। পরে তিনি বাধ্য হয়ে তাদের ১ লাখ টাকা দেন।
র্যাব আরও জানায়, ১৮ অক্টোবর পুনরায় চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে লক্ষ্য করে গুলি করলে ব্যবসায়ীর ডান পা গুলিবিদ্ধ হয়। তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে অস্ত্রসহ তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রাবিকের নামে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ রূপগঞ্জ থানায় ২০টি মামলা রয়েছে।
নাজমুল হুদা/এনএইচআর/এএসএম
What's Your Reaction?