নারী কমিশনের সুপারিশমালার ওপর গণতন্ত্রী পার্টির বিবৃতি

3 months ago 30

নারীবিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সুপারিশমালার নারীর সমঅধিকার এবং সমমর্যাদা রক্ষা সুপারিশমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।    

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট সুপারিশ জমা দিয়েছেন।

নারী অধিকার মানবাধিকার এই প্রতিপাদ্য বিবেচনায় নিয়ে সংবিধানে উল্লিখিত নারীর সমঅধিকার এবং সমমর্যাদা রক্ষাকল্পে ৪২৩টি সুপারিশমালা প্রণয়ন করেছেন। ওই সুপারিশগুলো ৩ ধাপে বাস্তবায়ন হবে মর্মে উল্লেখ করে কিছু সুপারিশ বর্তমান অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবেন, কিছু সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকার তাদের ৫ বছর মেয়াদকালে বাস্তবায়ন করবেন এবং কিছু সুপারিশ দীর্ঘমেয়াদে বাস্তবায়িত হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, এই সুপারিশমালার বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল অত্যন্ত সরব হয়েছে। আমরা গণতন্ত্রী পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশকে গণতন্ত্র, প্রগতি, সাম্য ও সমঅধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে হলে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা সব বাধা-বিপত্তি অতিক্রম করে অবশ্যই বাস্তবায়নের আহ্বান জানাই।

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাস্তবায়নের জন্য জোর দাবি জানান তারা।

Read Entire Article