নারী ফুটবল দলের ফিজিওর মোবাইল ও টাকা চুরি 

2 months ago 8
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ফিজিও লিপার ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল খোয়া গেছে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে। কে এই ঘটনা ঘটিয়েছে- সিসিটিভির ফুটেজে সেটা দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খোয়া যাওয়া নগদ অর্থ এবং মোবাইল উদ্ধার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে মঙ্গলবার ভোরে ছিল বাংলাদেশ দলের শেষ অনুশীলন পর্ব। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন চলাকালে সংবাদ কর্মীরা মাঠে প্রবেশ করেন, এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক কর্মসূচির কারণে নানা ব্যক্তিও মাঠে যান। দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের সঙ্গে কিছু বহিরাগত ব্যক্তি স্টেডিয়ামে প্রবেশ করেন; যাদের আমরা চিনি না। দলের সকলে যখন অনুশীলন নিয়ে ব্যস্ত, তখন এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি দলের সদস্যদের জরুরি জিনিসপত্র রাখার নির্ধারিত স্থান থেকে লিপার ব্যাগ কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে টাকা এবং মোবাইল রেখে পরবর্তীতে ব্যাগ গ্যালারিতে ফেলে যান বলে জানান দলের সদস্যরা। বাফুফের সহায়তায় এ নিয়ে জাতীয় দলের এক কোচিং স্টাফ স্থানীয় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।
Read Entire Article