জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন, দেশের প্রায় অর্ধেক ভোটার নারী। এই নারী ভোটারদের কেউ যেন বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। না হলে কেউ যদি নারী ভোটারদের বিভ্রান্ত করে বিএনপি ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার নির্দেশ দেন।
রুল ইসলাম নয়ন বলেন, যারা একাত্তরে এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা এ দেশের মানুষের সংকটে কখনো পাশে দাঁড়ায়নি তাদের দেশের মানুষ চিনে গেছে। বিএনপি সবসময় এ দেশের মানুষের পাশে ছিল। বিএনপিতে কোনো কিছু গোপন করার ইতিহাস নেই।
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ দিপু,নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম

10 hours ago
3









English (US) ·