নারী শিক্ষার্থীদের হলের সমস্যা সমাধানে ভিসির কাছে এক্টের স্মারকলিপি

2 months ago 7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা হলে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন জানিয়ে তিন দফা দাবিতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে একশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট) সংগঠন। 

রোববার (২৯ জুন) ভিসি ও প্রক্টরের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা হলে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন, যা তাদের সুশিক্ষা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একটি নিরাপদ, স্বাস্থ্যকর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

নারী শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে স্বস্তিদায়ক করে তুলতে একশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের (এক্ট) তিন দফা দাবি হলো:

হলে অবস্থানরত নারী শিক্ষার্থীর মা কিংবা বোনকে জরুরি প্রয়োজনে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।

অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে (যেমন: পরীক্ষা, অসুস্থতা) নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।

নারী শিক্ষার্থীদের নির্দিষ্ট কার্ড চেকের মাধ্যমে প্রত্যেক হলে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে।

এক্টের প্রতিনিধি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, প্রতিটি ছাত্রীর জন্য হলের নিয়মকে শিথীল করে শিক্ষার সুযোগ আরো স্বস্তিদায়ক করার ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে ভিসি স্যার এবং প্রক্টর স্যার উদ্যোগ গ্রহণ করবে।

Read Entire Article