নারী শিল্পীর আঁকা সবচেয়ে দামি ছবিটি বিক্রি হলো ৬০০ কোটিতে
দক্ষিণ আমেরিকার কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহ্লো। তার একটি আত্মচিত্র গেল বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ৫৪.৬৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬৬৯ কোটি ৩২ লাখেরও বেশি (৬৬৯,৩২,৯১,৯১২)। এটি একজন নারী শিল্পীর চিত্রকর্মের সর্বোচ্চ মূল্যের রেকর্ড স্থাপন করেছে। জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথবিজ। ১৯৪০ সালে তৈরি কাহ্লোর এই চিত্রকর্মের শিরোনাম ‘এল সুয়েঞ্জো (লা কামা)’। যা অনুবাদ করলে হয় ‘স্বপ্ন (বিছানা)’। ছবিটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়ে আলোচনার জন্ম দিয়েছে। আরও পড়ুনমিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশযে প্রশ্নের জবাব দিয়ে মিস ইউনিভার্স হলেন ফাতিমামিস ইউনিভার্সের মঞ্চে আহত হয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফ। তিনি ২০১৪ সালে তার ১৯৩২ সালের চিত্রকর্ম ‘জিমসন উইড/হোয়াইট ফ্লাওয়ার নং ১’ বিক্রি করেছিলেন ৪৪.৪ মিলিয়ন ডলারে। সোথবিজ জানিয়েছে, কাহ্লোর এই চিত্রকর্মটি নিলামকালে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের নারী শিল্পীর কাজ হিসেবে জায়গা করে নিয়েছে। নিলামকর্তারা জানাচ্ছেন, চিত্রকর্মটি কাহ্লোর কর্মজীবনের এক গুরুত্
দক্ষিণ আমেরিকার কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহ্লো। তার একটি আত্মচিত্র গেল বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ৫৪.৬৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬৬৯ কোটি ৩২ লাখেরও বেশি (৬৬৯,৩২,৯১,৯১২)। এটি একজন নারী শিল্পীর চিত্রকর্মের সর্বোচ্চ মূল্যের রেকর্ড স্থাপন করেছে। জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথবিজ।
১৯৪০ সালে তৈরি কাহ্লোর এই চিত্রকর্মের শিরোনাম ‘এল সুয়েঞ্জো (লা কামা)’। যা অনুবাদ করলে হয় ‘স্বপ্ন (বিছানা)’। ছবিটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়ে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন
মিস ইউনিভার্স মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ
যে প্রশ্নের জবাব দিয়ে মিস ইউনিভার্স হলেন ফাতিমা
মিস ইউনিভার্সের মঞ্চে আহত হয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফ। তিনি ২০১৪ সালে তার ১৯৩২ সালের চিত্রকর্ম ‘জিমসন উইড/হোয়াইট ফ্লাওয়ার নং ১’ বিক্রি করেছিলেন ৪৪.৪ মিলিয়ন ডলারে।
সোথবিজ জানিয়েছে, কাহ্লোর এই চিত্রকর্মটি নিলামকালে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের নারী শিল্পীর কাজ হিসেবে জায়গা করে নিয়েছে।
নিলামকর্তারা জানাচ্ছেন, চিত্রকর্মটি কাহ্লোর কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আঁকা হয়েছিল। তখন তার জীবন ও দিগো রিভেরার সঙ্গে সম্পর্ক নাটকীয় মোড় নিয়েছিল। নিলামের আগে চিত্রকর্মটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪০-৬০ মিলিয়ন ডলার। তবে কে কিনেছেন ছবিটি সেই নাম প্রকাশ করা হয়নি।
চিত্রকর্মে দেখা যায় কাহ্লো একটি বিছানা ঘুমিয়ে রয়েছেন। সেই বিছানা যেন আকাশের মেঘের মাঝে ভেসে রয়েছে। তার উপরে একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। তার পা ডাইনামাইটের লাঠিতে মোড়া।
সোথবিজের ল্যাটিন আমেরিকার আর্ট বিভাগের প্রধান আনা দি স্টাসি বলেন, ‘চিত্রকর্মটি খুব ব্যক্তিগত। কাহ্লো এখানে মেক্সিকোর লোকসংস্কৃতি ও ইউরোপীয় সুররিয়ালিজমের উপাদান মিশিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ফ্রিদা নিজে পুরোপুরি সুররিয়ালিস্ট আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত মনে করতেন না। তবে এর অসাধারণ প্রতীকী উপাদানকে দেখে এটিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা যথার্থ মনে হয়।’
এই রেকর্ড-স্থাপনীর দুই দিন আগে সোথবিজে অস্ট্রিয়ার শিল্পী গুস্তাভ ক্লিম্টের একটি চিত্রকর্ম বিক্রি হয় ২৩৬.৪ মিলিয়ন ডলারে। সেটি নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান চিত্রকর্ম। আর এ তালিকায় সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে এখনো লিওনার্দো দা ভিঞ্চির ‘সালভেটর মুন্ডি’ জায়গা দখল করে আছে। সেই ছবিটি ২০১৭ সালে ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
এলআইএ/জেআইএম
What's Your Reaction?