ফিল্ম ক্রাফটের জন্য ব্রোঞ্জ জিতলো উইটি শটস
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেলো বিজ্ঞাপন শিল্পের জন্য দেশের সবচেয়ে বড় স্বীকৃতি ‘কমওয়ার্ড’ পুরস্কার অনুষ্ঠান। এবারের আসরে অংশগ্রহণ করে এক হাজারেরও বেশি নমিনেশনের মধ্য থেকে ফিল্ম ক্রাফট ক্যাটাগরিতে সাফল্যের সঙ্গে ১টি র্যাংকে পুরস্কার অর্জন করেছে উইটি শটস। ‘ডোমেক্স টয়লেট ক্লিনার’ র ‘ডোমেক্স নাক দিয়ে দেখুন’ ক্যাম্পেইনের জন্য ব্রোঞ্জ জিতে নেয় প্রডাকশন হাউসটি। ক্যাম্পেইনটির কন্টেন্ট নির্মাণে ছিলেন মাঈনউদ্দিন সিয়াম এবং নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন তানভীর হোসেন। এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত উইটি শটস’র পরিচালক এবং নির্বাহী প্রযোজক। তাদের ভাষ্যে, ‘এই অর্জনটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামীতে নির্মাণশৈলীতে যেন আরও সুনিপুণ, দক্ষ হতে পারি, এডভারটাইজিং ইন্ড্রাস্ট্রিকে যেন আরও সমৃদ্ধ করতে পারি সেটার অনুপ্রেরণা হয়ে থাকবে এই অর্জন।’ ২০২০ সালে যাত্রা শুরু করা উইটিশটস এখন পর্যন্ত ৯৩টি বিজ্ঞাপন এবং প্রায় ৭০টি রিলস নির্মাণ করেছে। এছাড়াও নির্মাণ করেছে একাধিক ফিকশন। এবার এই অর্জনের জন্য এর সঙ্গে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানভীর হোসেন বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাতে চাই টিম বিট
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেলো বিজ্ঞাপন শিল্পের জন্য দেশের সবচেয়ে বড় স্বীকৃতি ‘কমওয়ার্ড’ পুরস্কার অনুষ্ঠান। এবারের আসরে অংশগ্রহণ করে এক হাজারেরও বেশি নমিনেশনের মধ্য থেকে ফিল্ম ক্রাফট ক্যাটাগরিতে সাফল্যের সঙ্গে ১টি র্যাংকে পুরস্কার অর্জন করেছে উইটি শটস।
‘ডোমেক্স টয়লেট ক্লিনার’ র ‘ডোমেক্স নাক দিয়ে দেখুন’ ক্যাম্পেইনের জন্য ব্রোঞ্জ জিতে নেয় প্রডাকশন হাউসটি।
ক্যাম্পেইনটির কন্টেন্ট নির্মাণে ছিলেন মাঈনউদ্দিন সিয়াম এবং নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন তানভীর হোসেন। এমন সাফল্যে বেশ উচ্ছ্বসিত উইটি শটস’র পরিচালক এবং নির্বাহী প্রযোজক।
তাদের ভাষ্যে, ‘এই অর্জনটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। আগামীতে নির্মাণশৈলীতে যেন আরও সুনিপুণ, দক্ষ হতে পারি, এডভারটাইজিং ইন্ড্রাস্ট্রিকে যেন আরও সমৃদ্ধ করতে পারি সেটার অনুপ্রেরণা হয়ে থাকবে এই অর্জন।’
২০২০ সালে যাত্রা শুরু করা উইটিশটস এখন পর্যন্ত ৯৩টি বিজ্ঞাপন এবং প্রায় ৭০টি রিলস নির্মাণ করেছে। এছাড়াও নির্মাণ করেছে একাধিক ফিকশন। এবার এই অর্জনের জন্য এর সঙ্গে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানভীর হোসেন বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাতে চাই টিম বিটপি এবং সিইও শাহেদ ভাই, ভিপি জুঁই আপু, সিসিও সাকিব ভাই, গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর বাদল ভাই, ক্রিয়েটিভ সুপারভাইজর ফারহান ভাই এবং অ্যাকাউন্টস ম্যানেজার দেবাশীষ ভাইকে। তাদের সাপোর্টের কারণেই আমরা এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। এছাড়াও কৃতজ্ঞতা জানাতে চাই আমার টিমের সবাইকে। ক্যারেক্টার এনিমেশন বাংলাদেশে প্রথম আমরাই করেছি। এর সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞ।’
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগে এবং কান লায়ন্সের সহযোগিতায় সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘কমওয়ার্ড গালা নাইট’পুরস্কার অনুষ্ঠানের ১৪তম আসরটি।
আরও পড়ুন:
মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’
কার্তিক আরিয়ানের বাড়িতে বিয়ের আনন্দ
‘কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন’র ২৬টি ক্যাটাগরিতে এবং চারটি র্যাংকে পুরস্কার দেয়া হয়। সেগুলো হলো ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং গ্র্যান্ড প্রিক্স।
এলআইএ/এএসএম
What's Your Reaction?