নারী সমন্বয়ক লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার

2 months ago 30

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সাংগঠনিক বিবেচনায় দলে ভেড়ানো হয়েছে। তিনি সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করতে পারবেন।

এর আগে গত শনিবার (১৭ মে) একটি আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই আদেশে বলা হয়েছিল, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এরপর ভিডিও লাইভে এসে লিজার বহিষ্কারাদেশ সংগঠনের নিয়মবহির্ভূত বলে দাবি জানান। তার দাবি, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তাছাড়া আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণাদি উপস্থাপন করা হয়নি।

Read Entire Article