ফরিদপুরের নগরকান্দায় মাহফিলের মাঠে নারীকে উত্ত্যক্তের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনায় নগরকান্দা থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ চলে।
স্থানীয়রা জানান, সলিথা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল চলাকালে মিরাকান্দা এলাকার কিছু যুবক ওয়াজে আসা কিছু নারীকে উত্ত্যক্ত করে। এতে প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা স্থানীয়রা। এ ঘটনার জেরে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহফিল কর্তৃপক্ষ পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিক মাহফিল বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
আরও জানা গেছে, শনিবার সকালে মিরাকান্দা গ্রামের ১০-১৫ যুবক উপজেলার সলিথা ব্রিজ সংলগ্ন কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। সলিথা গ্রামবাসী এদের বাধা দিলে হামলাকারীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সলিথা গ্রামের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চলে।
এ ঘটনায় উভয় গ্রামের ও ওসি-সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল কালবেলাকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকার পরিবেশ এখন শান্ত। পরবর্তীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।