নারীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াত নেতা আকাশ গ্রেফতার

3 months ago 10

চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নেত্রীকে লাথি মারা বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ জুন) বেলা আড়াইটার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে।

আকাশ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবদুল করিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে আকাশ চৌধুরীকে করা হয়েছে। তাকে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৩০ মে এক বিবৃতিতে আকাশ চৌধুরীকে নিজেদের কর্মী উল্লেখ করে দল থেকে বহিষ্কার করে জামায়াত। চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য দৃশ্যের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যা ব্যতীত আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেদিন প্রেসক্লাবে আয়োজিত দুটি সংগঠনের কর্মসূচি সম্বন্ধে আমরা পূর্ব থেকে ওয়াকিবহাল ছিলাম না। তাই আমাদের কোনো পর্যায়ের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশনার প্রশ্নই ওঠে না। সেদিনের সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাই এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গত ২৮ মে বুধবার বিকেলে জামালখান প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। ছাত্রজোট কর্মসূচি শুরু করার পরপরই বিরোধিতা করে সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগবিরোধী ঐক্য। এসময় পুলিশ দুইপক্ষকে নিবৃত করার চেষ্টা করে। পুলিশ ব্যারিকেডে দুইপক্ষ একে অন্যের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে।

এ সময় একে অন্যের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শাহবাগবিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান। ছাত্রজোটের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সরে যাওয়ার সময় সেখানে হামলায় গণতান্ত্রিক ছাত্রজোটের নারীনেত্রীসহ কয়েকজন আহত হন। এসময় এক নারীনেত্রীকে লাথি মারেন আকাশ।

ওই সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। ওই রাতে পুলিশ বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করে। সে মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়।

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

Read Entire Article