নালিতাবাড়ীতে নদীতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহর এলাকার উত্তর গড়কান্দা মহল্লায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন আলী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শহরের উত্তর গড়কান্দা এলাকার হৃদয় রাজ রোমানের ছেলে। সে বাক প্রতিবন্ধী ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ইয়াসিন তার নিজ বসতবাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

নালিতাবাড়ীতে নদীতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহর এলাকার উত্তর গড়কান্দা মহল্লায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন আলী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শহরের উত্তর গড়কান্দা এলাকার হৃদয় রাজ রোমানের ছেলে। সে বাক প্রতিবন্ধী ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ইয়াসিন তার নিজ বসতবাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow