নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

3 months ago 11

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে অভিযান চালিয়ে উপজেলার নালিতাবাড়ী-কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ওমর ফারুক (৩২) ও তারানী গ্রামের রবি হোসেনের ছেলে আশরাফুল করিম রাসেল (৩০)।

পুলিশ জানায়, ভোর ৪টায় নালিতাবাড়ীর দিকে আসা একটি ভটভটি থামিয়ে গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশ। এ সময় গাড়ি থেকে ৩৮ বস্তা জিরা জব্দ করা হয়। যার ওজন এক হাজার ১৪০ কেজি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার দিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

উমর ফারুক সেলিম/এএইচ/এমএস

Read Entire Article