নায়নতারাকে কেন খোঁচা দিলেন ধানুশ

3 months ago 10

আসছে ধানুশের নতুন ছবি ‘কুবেরা’। এটি মুক্তি পেতে চলেছে ২০ জুন। ছবির অডিও লঞ্চে হাজির হয়ে সরল ভঙ্গিমায় বক্তব্য রাখেন তিনি। আর সেখানেই নায়নতারাকে উদ্দেশ করে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন বলেই মনে করছেন অনেকেই।

বক্তব্যে ধানুশ বলেন, ‘আমার বিরুদ্ধে যত খুশি গুজব ছড়ান যত, খুশি নেতিবাচক প্রচার চালান। প্রতি সিনেমা রিলিজের দেড় মাস আগে থেকেই আমার বিরুদ্ধে একটা নেতিবাচক ক্যাম্পেইন শুরু হয়। কিন্তু কিছুই হবে না, কারণ আমার পাশে আছে আমার ভক্তরা।’

তিনি বলেন, গত ২৩ বছর ধরে ভক্তরা তার বন্ধু, তার শক্তি। ‘কেউ যদি ভাবে এসব গুজব ছড়িয়ে আমাকে শেষ করা যাবে, সেটা তো নিছকই বোকামি’- যোগ করেন তিনি।

ধানুশ আরও বলেন, ‘তুমি কে, সেটা বড় কথা নয়। জীবন যেমন ভাবো, তেমনই গড়ে ওঠে। তোমার প্রাপ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুখ চাইলে নিজের ভেতরেই খোঁজো। সুখ একটা সিদ্ধান্ত।’

ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও স্মরণ করেন ধানুশ। জানান, ‘এমন সময় গেছে যখন এক বেলার খাবারও জোটেনি। আজ ভালো জায়গায় আছি। কিন্তু কখনও বাইরের কিছুতে সুখ খুঁজিনি। শান্তি আর আনন্দ এই দুটোই আমার জীবনের লক্ষ্য।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই ধানুশ একটি আইনি নোটিশ পাঠান নায়নতারাকে। বিতর্কের সূত্রপাত হয় একটি ডকুমেন্টারি নিয়ে। যেখানে ব্যবহৃত হয় ‘নানুম রাউডি ধান’ ছবির কিছু দৃশ্য। এটি প্রযোজনা করেছিলেন ধানুশ নিজেই। এরপর নায়নতারাও একটি বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন। বিষয়টি গড়ায় জনসমক্ষে খোলামেলা দ্বন্দ্বে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধানুশের এই বক্তব্য অনেকেই দেখছেন নায়নতারার প্রতি একধরনের পরোক্ষ বার্তা হিসেবেই। যদিও সরাসরি কারও নাম তিনি নেননি।

ধানুশ অভিনীত আসন্ন ছবি ‘কুবেরা’ একটি সামাজিক থ্রিলার, পরিচালনা করছেন শেখর কাম্মুলা। ছবিতে ধানুশের সঙ্গে রয়েছেন নাগার্জুনা আক্কিনেনি, রাশমিকা মান্দানা এবং জিম সারভ।

এলআইএ/এএসএম

Read Entire Article