নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

9 hours ago 5

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্না চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেনের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি এটিএম হেলালুর রহমান। দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, শামসুল ইসলাম মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, আবুল বাশার খাইরুল, নাসিম আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এটিএম হেলালুর রহমান, সোহরাওয়ার্দী জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আবুল কালাম, ইউসুফ আলী, সাইফুল ইসলাম, মির্জা আজম, আজিজুল বারী তিতাস, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, অ্যাডভোকেট শাহনাজ পারভীন জোসনা, যুবদল নেতা মশিউর রহমান রুবেল, জাহিদ হোসেন সুমন।

সভার বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী নেতাকর্মীদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিএনপির একটি কমিটি গঠনের জন্য আবেদন করেন।

এমএইচএ/এমআরএম/জেআইএম

Read Entire Article