নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে পাকিস্তানের আব্বাস

3 months ago 10

২০২৫-২০২৬ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস। তিনি ছাড়া আগামী মৌসুমে কিউইদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় আছেন আরও তিন নতুন মুখ। তারা হলেন- উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে, ফাস্ট বোলার জ্যাক ফোকেস এবং লেগস্পিনার আদিত্য আশোক।

নতুনভাবে চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়া চার খেলোয়াড় সম্প্রতি কিউইদের সাদা বলের ক্রিকেটে দারুণ প্রভাব ফেলেছেন। নতুন ৪ জনসহ মোট ২০ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

অনুমিতভাবেই কেন উইলিয়ামসন এবার কেন্দ্রীয় চুক্তিতে নেই। চুক্তিবদ্ধ হননি ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনও। এনজেডসি জানিয়েছে, এই খেলোয়াড়দের সঙ্গে খণ্ডকালীন চুক্তি নিয়ে আলোচনা এখনও চলমান।

এছাড়া গতবারের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ইশ সোধি, আজাজ প্যাটেল এবং জশ ক্লার্কসন ও সম্প্রতি অবসর নেওয়া টিম সাউদি।

নতুন মুখদের মধ্যে মিচেল হে পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের শুরুতে ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এবং মোহাম্মদ আব্বাস একই সিরিজে মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে অভিষেকেই দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন।

জ্যাক ফোকেস এরই মধ্যে ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। আর গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।

আদিত্য আশোক ২০২৩ সালে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এরপর মার্চে পাকিস্তান সিরিজের দলে ছিলেন এবং সম্প্রতি বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে চার দিনের ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও স্কট উইনিঙ্ক বলেন, ‘মিচ, মোহাম্মদ, আদিত্য এবং জ্যাকের চুক্তি আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের ধারাবাহিক উন্নতির প্রতিফলন। তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে এবং ব্ল্যাকক্যাপসদের হয়ে খেলার প্রবল আগ্রহ দেখিয়েছে, যা আমাদের রোমাঞ্চিত করছে। এই তালিকা আমাদের গভীর এবং বহুমুখী প্রতিভার ভাণ্ডারকে তুলে ধরছে।’

নিউজিল্যান্ডের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় যারা:

মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেকব ডাফি, জ্যাক ফোকেস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রর্কে, গ্লেন ফিলিপস, রচিন রাবিন্দ্রা, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।

এমএইচ/

Read Entire Article