রাজধানীর গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১০টা ২৯ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে ওই বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টা ২৯ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/ইএ