নিখোঁজ ছেলের ফেরার অপেক্ষায় পরিবার

2 weeks ago 13

গোপালগঞ্জের কাশিয়ানীতে তামিম মোল্যা (২০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পরও খোঁজ মেলেনি তার। সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন মা-বাবা। সন্তানকে জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছের পরিবার ও স্বজনরা।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন ওই যুবক। নিখোঁজ তামিম মোল্যা উপজেলার হাতিয়াড়া গ্রামের বদর মোল্লার ছেলে।

এ ঘটনায় নিখোঁজ তামিমের বাবা দুইদিন পর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করেন।

সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রোজগারের জন্য ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন তামিম মোল্যা। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের বাবা।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, নিখোঁজের বাবা সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ভ্যানচালক তামিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

আশিক জামান অভি/এফএ/এএসএম

Read Entire Article