‘একটি কুকুর হারিয়েছে। গায়ের রঙ কালো। গলায় সাদা পশমের বৃত্ত, গলায় বেল্ট বাঁধা। কেউ দেখে থাকলে অনুরোধ—খবর দিন ডিসি অফিসের নেজারত শাখায়।’
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয় কালু। তারপর থেকেই শহরজুড়ে এভাবে মাইকিং চলছে।
‘কালু’ নামের কুকুরটি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকূল কান্তি তরফদারের। তার বাড়িতে চার বছর ধরে রয়েছে কুকুরটি।
অনুকূল কান্তি তরফদার বলেন, ‘কালুকে আমি শুধু কুকুর বলবো না, ও আমার পরিবারের একজন। চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন করেছি। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতাম। ও খুব শান্ত স্বভাবের, কারও ক্ষতি করে না। এখন শুধু চাই, কালু ফিরে আসুক।’
তিনি জানান, শনিবার বিকেলে বাসা থেকে হাঁটতে বের হন তিনি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হঠাৎ কালুকে আর খুঁজে পাননি। এরপর থেকে তিনি এবং পরিবারের সদস্যরা সারারাত ধরে খুঁজেছেন। কিন্তু কোনো হদিস মেলেনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মালিক পক্ষ থেকে কুকুর নিখোঁজের ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।
এসকে রাসেল/এসআর/এমএস