সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবন ঈদের নাটক ‘লাইজু’ নির্মাণ করলেন এ কে পরাগ।
মাইকে একটি ঘোষণার মধ্য দিয়ে নাটকের গল্পের শুরু। গোষণাটি এমন, ‘লাইজু নামের একটা মেয়ে হারানো গিয়েছে। মেয়েটি ঠিক মতো কথা বলতে পারে না। কোনও সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ায় জন্য অনুরোধ করা হলো।এরপর এই লাইজুকে ঘিরে কাবিলপুর গ্রামে... বিস্তারিত