নিখোঁজের ১২ ঘণ্টা পর মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা গ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর মৎস্যঘের থেকে মাফিজুর রহমান (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন ঘেরের পানিতে তার হাত ভেসে থাকতে দেখে লাশ উদ্ধার করেন।
নিহত মাফিজুর একই গ্রামের নুরুল ইসলাম ও রাশিদা খাতুন দম্পতির ছেলে।
পরিবার সূত্রে জানা, তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে ঘের থেকে তার লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, হাঁটার সময় মৃগীরোগের কারণে অজ্ঞান হয়ে তিনি পানিতে পড়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজী বলেন, এর আগেও কয়েকবার মাফিজুর পানিতে পড়ে গিয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তাকে এলাকায় দেখা গেছে। এরপর থেকে আর খোঁজ মেলেনি।
শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন বলেন, লাশের গায়ে কিছু দাগ রয়েছে। মাছ বা জলজ প্রাণীর আঘাতে এগুলো হয়ে থাকতে পারে। তবে অন্যকোনো কারণও থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।