নিজামী-সাঈদীদের সঙ্গে সাকার ছবি প্রদর্শন করায় ছাত্রদলের নিন্দা

1 month ago 11

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রশিবিরের প্রদর্শনীতে জামায়াতের মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এক বিবৃতিতে নিন্দা জানান শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিবৃতিতে বলা হয়, ‘ঢাবি ছাত্রদল ইসলামী ছাত্রশিবির কর্তৃক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার সাথে জড়িত রাজাকারদের মহান মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র-খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেখানে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত করবার জঘন্য অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

একই সঙ্গে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রশিবির কর্তৃ ‘২৪ এর গণঅভ্যুত্থানকে '৭১ এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর লক্ষ্যে এহেন জঘন্য অপচেষ্টার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেতৃবৃন্দ।

এমএইচএ/বিএ/জেআইএম

Read Entire Article