নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

5 hours ago 3
সাজানো ঘর মানেই তো মনের প্রশান্তি। আর এই সাজের মধ্যে যদি থাকে নিজের হাতে বানানো কিছু জিনিস, তাহলে মজা আরও বেড়ে যায়! আজ আমরা শিখে নেব কীভাবে আপনি খুব সহজে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন একটা সানব্রাস্ট মিরর (Sunburst Mirror)। চলুন, শুরু করা যাক! কী কী লাগবে? সানব্রাস্ট মিরর বানাতে খুব বেশি কিছু লাগবে না। নিচের জিনিসগুলো জোগাড় করে ফেললেই আপনি প্রস্তুত :  একটা গোল আকারের ছোট আয়না (craft store বা অনলাইনেও পাওয়া যায়)   কাঠির মতো দেখতে আইটেম—এটা হতে পারে বারবিকিউ স্টিক, স্কিউয়ার স্টিক, বা পুরোনো পেন্সিল।  গ্লু গান (না থাকলে মজবুত সুপার গ্লু)  গোল শক্ত একটা বোর্ড বা কার্ডবোর্ড (আয়নার পেছনে লাগবে)  রঙ করার জন্য অ্যাক্রিলিক পেইন্ট এবং ব্রাশ  দড়ি বা হুক—দেয়ালে টানানোর জন্য ধাপে ধাপে বানানোর পদ্ধতি ১. কাঠিগুলো রঙ করুন আপনার পছন্দমতো রঙে কাঠিগুলো রঙ করে নিন। সোনালি, রুপালি বা কালো রঙে সানব্রাস্ট মিরর দেখতে একদম প্রিমিয়াম লাগে। সব কাঠি রঙ করে শুকাতে দিন। ২. বোর্ডের মাঝে আয়নাটা লাগান কার্ডবোর্ডের মাঝখানে আয়নাটাকে গ্লু দিয়ে শক্ত করে লাগিয়ে দিন। আয়নাটা যেন একদম সেন্টারে থাকে। ৩. কাঠিগুলো বসান এবার আয়নার চারপাশে সূর্যের রশ্মির মতো করে কাঠিগুলো বসান। আপনি চাইলে সমান দৈর্ঘ্যের কাঠি রাখতে পারেন, আবার চাইলে ছোট-বড় মিলিয়ে একটা স্টাইলিশ লুক আনতে পারেন। ৪. সব শুকিয়ে গেলে গ্লু শুকিয়ে গেলে বোর্ডের পেছনে একটা হুক বা দড়ি লাগিয়ে দিন, যাতে দেয়ালে টানাতে পারেন। ব্যস! তৈরি আপনার নিজের হাতে বানানো সানব্রাস্ট মিরর! এই মিররটা দেয়ালে টানালেই পুরো ঘরের লুক বদলে যাবে। এটা শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না; বরং আপনার নিজের ক্রিয়েটিভ দিকও ফুটিয়ে তোলে। চাইলে বন্ধুদের উপহার হিসেবেও দিতে পারেন—একেবারে ইউনিক আর স্পেশাল একটা গিফট হবে এটা! ছোট্ট টিপস আপনি চাইলে কাঠির বদলে প্লাস্টিকের চামচ, পুরোনো স্কেল, বা যে কোনো রিসাইকেলযোগ্য জিনিসও ব্যবহার করতে পারেন। রঙ করার সময় গ্লিটার ব্যবহার করলে এক্সট্রা ঝলক পেতে পারেন। নিজের হাতে বানানো জিনিসে যে ভালোবাসার স্পর্শ থাকে, সেটা কোনো কেনা জিনিসে পাওয়া যায় না। সানব্রাস্ট মিরর বানিয়ে নিজেই দেখে নিন তার প্রমাণ! আপনি যদি বানিয়ে ফেলেন, অবশ্যই আমাদের কালবেলা পরিবারকে জানাতে ভুলবেন না! 
Read Entire Article