আমরা সত্যই কতটুকু জানি নিজেদের সম্পর্কে? আমাদের চারিপাশের পৃথিবী, সমাজ, পরিবেশ, এমনকি আমাদের সত্তার গভীরে আমরা কতটুকু প্রবেশ করিতে সক্ষম হইয়াছি? এই প্রশ্নগুলির উত্তর সন্ধান করিলেই আমরা উপলব্ধি করিতে পারি-আমরা অনেক কিছুই জানি না। আমাদের জ্ঞানের সীমা আসলে সীমাহীন জগতের তুলনায় ক্ষুদ্র এক বিন্দু মাত্র। মহামতি সক্রেটিস একসময় বলিয়াছিলেন- 'সত্যিকারের জ্ঞান তখনই আসে, যখন আমরা বুঝিতে পারি যে আমরা কিছুই... বিস্তারিত