নিজেকে প্রমাণের প্রত্যয় নিয়ে পিএসএল থেকে অবসর পেসারের

10 hours ago 6

পাকিস্তানের উদীয়মান তারকা পেসার ইহসানুল্লাহ পিএসএল থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। পিএসএল ১০-এর ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে না নেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত জানান। তার মতে, এটি কোনো আবেগী প্রতিক্রিয়া নয়, বরং একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত।

ইহসানুল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমার জন্য শেষ। আমি পিএসএল চিরতরে বয়কট করছি এবং অবসর নিচ্ছি। এখন থেকে আমি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পাকিস্তানের জাতীয় দলে জায়গা করে নিতে চাই।’

পিএসএল ৮-এ মুলতান সুলতানসের হয়ে ২২ উইকেট নিয়ে চমক দেখানো ইহসানুল্লাহ তার সাবেক ফ্র্যাঞ্চাইজির মালিক আলি তারিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। যখন পারফর্ম করবে, তখনই সবাই তোমার পেছনে ছুটবে। আমি এমন পারফর্ম করব যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে তাড়া করতে বাধ্য হয়। আমি ১৫০-১৬০ কিমি/ঘণ্টা গতিতে বল করে দেখাব যে আমি এখন আগের চেয়ে ভালো।’

২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কনুইয়ের গুরুতর ইনজুরি তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়। মুলতান সুলতানসের মালিক আলি তারিন জানান, অস্ত্রোপচারের কারণে ইহসানুল্লাহর হাত পুরোপুরি সোজা হয়নি, এবং আগের গতিতে বল করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

ডাক্তারি ভুলের কারণে পাকিস্তানের প্রধান মেডিকেল অফিসারের পদত্যাগের ঘটনাও আলোচনায় আসে। ইনজুরি কাটিয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং চ্যাম্পিয়ন্স টি২০ কাপে চার ম্যাচে দুটি উইকেট নিয়েছেন।

ইহসানুল্লাহ তার গতি ও পারফরম্যান্স দিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তার মতে, পিএসএল-এ খেলার দরকার নেই; বরং ঘরোয়া ক্রিকেটে নিজেকে আরও শক্তিশালী করে তুললেই জাতীয় দলে জায়গা পাওয়া সম্ভব।

পিএসএল ৮-এ তার দুর্দান্ত পারফরম্যান্স ও ১৫৫ কিমি/ঘণ্টার গতির স্মৃতি এখনো তাজা। ইহসানুল্লাহ কি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন? সময়ই তার উত্তর দেবে।

Read Entire Article