নিজের গায়ে আগুন দিতে পেট্রল কিনেছিলেন আফজাল

4 hours ago 3

সিলেটের বিয়ানীবাজারে নিজের গায়ে আগুন লাগিয়ে আফজাল হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। 

শনিবার (১৫ মার্চ) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আফজাল উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামের পূর্ব মহল্লার মৃত ছফর আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, নিহত যুবক একজন মানসিক রোগী। ৩-৪ বছর পূর্বেও তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সর্বশেষ গতকাল শুক্রবার দিনের কোনো একসময় অজ্ঞাত দোকান থেকে পেট্রল কিনে নিয়ে লুকিয়ে রাখেন আফজাল হোসেন। পরে রাতের কোনো এক সময় নিজ গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে রাস্তায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাঁচ ভাইবোনের মধ্যে আফজল হোসেন ছিলেন তৃতীয়।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পারিবারিক সূত্রে জেনেছি আত্মহননকারী আফজাল হোসেন মানসিক রোগী। এর আগেও তিনি আত্মহননের চেষ্টা করেছেন। নিহতের পরিবারের লিখিত দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের সুযোগ দেওয়া হয়েছে।

Read Entire Article