নিজের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার

3 months ago 33

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। এ হামলার পর এবার অঞ্চলটিকে নিজের অস্ত্রের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। 

রোববার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কর্মকর্তারা জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি চৌকিতে রোববার এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী এই সৈনিক তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং সীমান্ত চৌকি সরোজে প্রহরীর দায়িত্বে ছিলেন। তার সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, রোববার বিকাল সাড়ে ৪টা এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তার সহকর্মী এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

Read Entire Article