ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের
ভুটানের মাটিতে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল। সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আসরের প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানকে ৩–১ গোলে হারিয়েছে লাল–সবুজের কিশোরীরা। আলপী আক্তারের জোড়া গোল আর সুরভী আকন্দ প্রীতির একটি গোল জয়ে ভরসা জুগিয়েছে বাংলাদেশকে।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা মিলেছিল বিরতির ঠিক আগমুহূর্তে। ভুটানি গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝখান থেকে ছোড়া বল প্রতিহত করতে গিয়ে ভুল করেন গোলকিপার। সেখান থেকে বল সোজা লাগে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে, আর সেটি গড়িয়ে যায় জালে। খানিকটা সৌভাগ্য নিয়েই এগিয়ে যায় বাংলাদেশ (১–০)।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপী আক্তারের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয় (২–০)। তবে কিছুক্ষণ পর একটি গোল শোধ করে ভুটান, ফলে ম্যাচে ফের জেগে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।
তবুও আলপী ছিলেন অদম্য। ৬৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কাছাকাছি থেকে পোস্টে বল ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ভুটানি রক্ষণ বারবার গোললাইন সেভ করে বাংলাদেশকে থামিয়ে দেয়।
বাংলাদেশ নারী ফুটবল সম্প্রতি বয়সভিত্তিক আসরে একের পর এক সাফল্যে ভরিয়ে দিচ্ছে দেশকে। জুলাইয়ে সিনিয়র দল নিশ্চিত করেছে এশিয়া কাপ খেলার টিকিট। একই মাসে অ-২০ দল জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ, এরপর এশিয়া কাপেও জায়গা করে নিয়েছে তারা। এবার অ-১৭ মেয়েরাও সাফ শিরোপার পথে নিজেদের যাত্রা শুরু করল জয় দিয়ে।