নিজের দোষ ও অন্যের গুণ দেখা
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘মানুষ তার ভাইয়ের চোখের খড়কুটোও দেখতে পায় কিন্তু নিজের চোখের কড়িকাঠও দেখতে পায় না।’ (ইবনে হিব্বান: ১৩/৭৩) শিক্ষা ১. অন্যের সামান্য ও ছোটখাটো দোষও আমাদের চোখে পড়ে। কিন্তু নিজের বড় বড় দোষও চোখে পড়ে না। ২. অন্যের দোষ ছোট হলেও সেটা খুব বড় মনে হয়। আর নিজের দোষ অনেক বড় হলেও খুব ছোট মনে হয়; এমনটা কাম্য নয়। ৩. অন্যের দোষচর্চাকারীর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে ইসলামে। বরং নিজের দোষ দেখে পরিশুদ্ধ হওয়া চাই। ৪. অন্যের ভালোর গুণ নিয়ে আলোচনা করা, তাহলে নিজের মধ্যেও ভালো গুণ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। ৫. সবসময় চেষ্টা করা, আমি যেন অন্যের ভালো গুণ দেখে নিজেকে নিজের ভেতর তা অর্জন করতে পারি এবং নিজের দোষ দেখে তা বর্জন করতে পারি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘মানুষ তার ভাইয়ের চোখের খড়কুটোও দেখতে পায় কিন্তু নিজের চোখের কড়িকাঠও দেখতে পায় না।’ (ইবনে হিব্বান: ১৩/৭৩)
শিক্ষা
১. অন্যের সামান্য ও ছোটখাটো দোষও আমাদের চোখে পড়ে। কিন্তু নিজের বড় বড় দোষও চোখে পড়ে না।
২. অন্যের দোষ ছোট হলেও সেটা খুব বড় মনে হয়। আর নিজের দোষ অনেক বড় হলেও খুব ছোট মনে হয়; এমনটা কাম্য নয়।
৩. অন্যের দোষচর্চাকারীর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে ইসলামে। বরং নিজের দোষ দেখে পরিশুদ্ধ হওয়া চাই।
৪. অন্যের ভালোর গুণ নিয়ে আলোচনা করা, তাহলে নিজের মধ্যেও ভালো গুণ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।
৫. সবসময় চেষ্টা করা, আমি যেন অন্যের ভালো গুণ দেখে নিজেকে নিজের ভেতর তা অর্জন করতে পারি এবং নিজের দোষ দেখে তা বর্জন করতে পারি।
What's Your Reaction?