নোয়াখালীর নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এসেছে দুটি ডলফিন। খবর পেয়ে লোকজন সেখানে ভিড় করে। পরে মাছগুলো নদীর গভীরে ছেড়ে দেওয়া হয়।
এর আগে শনিবার (৩১ মে) দুপুরে দ্বীপের হাসিমার্কেট এলাকায় মাছ দুটি দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী মো. আশরাফ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘মাছ ধরতে যাওয়া জেলেরা হাঁটুপানিতে ডলফিন দেখে চিনতে পারেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ডলফিন দেখতে ভিড় করেন।’
আশরাফ উদ্দিন আরও বলেন, ‘পরে জেলেদের সহযোগিতায় ডলফিনগুলো নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয়। এগুলো দেখতে বিকেল পর্যন্ত শত শত মানুষ নদী পাড়ে অপেক্ষা করেন। তবে সেগুলো আর ফিরে আসেনি।’
এ বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জাগো নিউজকে বলেন, ‘জোয়ারের ফলে ডলফিন দুটি তীরে চলে এসেছে। ডলফিন অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। বৈরী আবহাওয়ার কারণে নদীতে অতিরিক্ত জোয়ারের ফলে এগুলো গভীর সাগর থেকে নদীর কূলে চলে আসে।’
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস