নিবন্ধন পেতেই আমাদের ‍জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন

2 hours ago 3

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা বারবার বলে আসছি, এই নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্যই তারা আমাদের জুতার তলা ক্ষয় করে দিচ্ছে।’

রোববার (১৯ অক্টোবর) ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসিরুদ্দীন।

সাক্ষাতের আলোচ্য বিষয় সম্পর্কে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা আরও অনেকগুলো সমস্যার কথা বলেছি। এই গণঅভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু আওয়ামী লীগ অনেকগুলো অ্যাসেট রেখে গেছে। এই নির্বাচন কমিশনটা তারা ১৫ বছর নিজেদের মতো সাজিয়েছিল। তারা যে গনিমতের মালগুলো রেখে গিয়েছিল সেই মাল উপদেষ্টারা, বিশেষ করে বিএনপি-জামায়াত সবাই ভাগ করে নিয়েছে।’

রাষ্ট্রের বর্তমান অবস্থায় ইসিকেও ভাগ করে নেওয়া হয়েছে উল্লেখ করে নাসিরুদ্দীন বলেন, ‘আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এজন্য আমরা তাদের বলেছি যে এটাকে তিন-চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের গনিমতের মাল হিসেবে দেখবেন না।’

এমওএস/একিউএফ/জেআইএম

Read Entire Article