বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করায় চাঁদপুরের মতলব দক্ষিণে খাবার তৈরির চার প্রতিষ্ঠান মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মতলব বাজারে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রি ও বিতরণ করায় লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার মালিকের দশ হাজার, মধুবন সুইটমিট মালিকের দশ হাজার, ভাই ভাই হোটেল অ্যান্ড নন্দ কেবিন মালিকের ১০ হাজার এবং ঘোষ কেবিন মালিকের তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার সিএম মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির।
শরীফুল ইসলাম/এএইচ/এএসএম