নিমিষেই কৃষকের স্বপ্ন শেষ

2 weeks ago 17

কুষ্টিয়ার কৃষক নাসিম মিয়া অন্যের কাছ থেকে তিন বিঘা জমি লিজ নিয়ে ধান আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। তবে সেই ধান আর ঘরে তুলতে পারেননি তিনি। মাঠেই পেট্রলের আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চরম অভাব-অনটনের মধ্যে এমন দুর্ঘটনা যেন মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা। কী করবেন, কীভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই নাসিম মিয়ার পরিবারে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নাসিম মিয়ার নিজ গ্রাম কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের লক্ষ্মীপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা নেই কারও।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পিয়ারপুর গ্রামের কৃষক নাসিম মিয়া তার নিজ এলাকা লক্ষ্মীপুর মাঠে দেড় বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। ফলনও অন্যবারের তুলনা ভালো হয়েছে। কেটে ওই ধান শুকানোর পর বাড়িতে তুলবেন আজকালের মধ্যেই। এ জন্য চারটি আলাদা স্থানে স্তূপ করে রাখেন তিনি। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই সেই ধানের গাদায় আগুন লেগে মুহূর্তের মধ্যেই সব ধান ভস্ম হয়ে যায়। ঘটনাস্থলে পেট্রলের বোতল পাওয়া যায়।

ভুক্তভোগী কৃষক নাসিম মিয়া জানান, ধারদেনা করে তিন বিঘা জমি লিজ নিয়েছিলাম। লিজকৃত ওই জমিতে ধানের আবাদ করি। এবার ধানের ফলনও ভালো হয়। এমতাবস্থায় এ ক্ষতি অপূরণীয়। তিনি বলেন, আমার কোনো শত্রু ছিল না। তবে স্থানীয় কিছু ছেলে ধানক্ষেতে তছরুপ করায় তাদের বকাবকি করি। তারাও এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তিনি জানান, আমরা খুব অভাবি। ধান পুড়ে যাওয়ায় কী খেয়ে বাঁচবেন সেই দুশ্চিন্তায় পড়েছেন। ঘটনার প্রতিবাদে মাঠে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। অবিলম্বে দোষীদের আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান জানান, ঘটনাস্থলে আমার ফোর্স গিয়েছিল। তাতে মনে হয়েছে কেউ আগুন লাগিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফী মোহাম্মদ রফিকুজ্জামান জানান, বিষয়টি শুনে খুব কষ্ট পেয়েছি। তবে গরিব এই কৃষক পরিবারকে কোনো প্রণোদনা দেওয়া যায় কি না, তা দেখা হবে।

Read Entire Article