নিমিষেই পুড়ে ছাই ২০৪ কোটি ডলারজয়ী ব্যক্তির প্রাসাদ

1 hour ago 4

ক্যালিফোর্নিয়ার এডউইন কাস্ত্রো। গত বছরের ফেব্রুয়ারিতে লটারিতে ২০৪ কোটি ডলার (২.০৪ বিলিয়ন ডলার) জিতেছিলেন। এই বিশাল অর্থ পুরস্কার পাওয়ার পর তিনি একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন। প্রাসাদটি ছিল যুক্তরাষ্ট্রের হলিউড পাহাড়ের কাছে। 

কাস্ত্রো তার স্বপ্নময় প্রাসাদটিতে ২ কোটি ৫৫ লাখ ডলার খরচ করেছিলেন। এর ভিতরে ছিল পাঁচটি বেডরুম, ছয়টি বাথরুম ও অসংখ্য বিলাসবহুল সুবিধা। 

কিন্তু এ বছর ভয়াবহ দাবানল প্রাসাদটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এখন, সেই প্রাসাদ পরিণত হয়েছে কেবল ছাইয়ের স্তূপে। প্রাসাদটির পাশের সমুদ্রসৈকতে একটি ইয়ট পড়ে থাকতে দেখা যায়। আর পাশে কিছু কাঠের তক্তা ও ভিত্তি পড়ে রয়েছে। সেখানে দামি গাড়ি রাখা ছিল, সেটিও পুড়ে ছাই হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বর্তমানে, দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। যদিও কিছু এলাকাতে দাবানল নিয়ন্ত্রণে এসেছে। তবে ছয়টি স্থানে এখনো আগুন জ্বলছে। 

ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু এডউইন কাস্ত্রোর জীবনে নয়, বিভিন্ন অঞ্চলে অনেক মানুষের স্বপ্ন ও সম্বল পুড়িয়ে অন্ধকারময় করে ‍তুলছে।

সূত্র : এনডিটিভি

Read Entire Article