নিম্নমানের কাগজে ছাপার চেষ্টা, সরকার প্রেসের ৬০ হাজার বই জব্দ

3 hours ago 5
নিম্নমানের কাগজে বই ছাপানোয় সরকার প্রেস নামে একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রেসটি ভিন্ন ঠিকানায় অন্য একটি প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপাচ্ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের এসব বই জব্দ করে বোর্ডের মনিটরিং টিম। জানা গেছে, গত রোববার এনসিটিবির একটি পরিদর্শন দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে অভিযান চালিয়ে মুদ্রিত ১০ লাখ ফর্মার ৬০ হাজার কপি বই জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করে পরিদর্শক টিম। সরকার প্রেস নামের প্রতিষ্ঠানটি টেন্ডারের শর্ত অমান্য করে তাদের ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানার প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপিয়ে তা উপজেলা পর্যায়ে সরবরাহ করার চেষ্টা করছিল। এরপর এনসিটিবির টিম সেখানে দেখতে পায় নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে প্রাথমিকের পাঠ্যবই। চলছিল বাইন্ডিংও। এনসিটিবির উৎপাদক নিয়ন্ত্রক অধ্যাপক আবু নাসের টুকুর নেতৃত্বে একটি পরিদর্শক টিম আকস্মিকভাবে সরকার প্রেসের ওই গোপন ঠিকানায় অভিযানে যায়। ওই প্রেসের মালিকের নাম দুলাল সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একচেটিয়া বই ছাপার কাজ পেয়েছিলেন। এবারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩ কোটি বই ছাপার কাজ পেয়েছেন তিনি। জানা গেছে, এনসিটিবিতে দেওয়া প্রেসটির ঠিকানা দেখানো হয়েছে মীরপাড়া, ঢাকা। কিন্তু আসল ঠিকানায় বই মুদ্রণের কাজ চলছে না। তারা মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে গোপনে নিম্নমানের কাগজে বই ছাপাচ্ছে। এনসিটিবির টিম সেখানে গিয়ে দেখতে পায়, বিপুলসংখ্যক প্রেস কর্মচারী ও বাইন্ডিং কর্মচারী নির্দ্বিধায় নিম্নমানের কাগজে বই ছাপছেন। এদিকে এনসিটিবির পক্ষ থেকে ওই প্রেসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেসে থাকা নিম্নমানের কাগজের রোলও জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, কড়া নজরদারি রাখলেও অতি গোপনে কিছু প্রেস মালিক নিম্নমানের কাগজে বই ছাপার পাঁয়তারা করছেন। তবে আমাদের একাধিক মনিটরিং টিম এ বিষয়ে বেশ তৎপর রয়েছে। যারাই কোনো ধরনের চাতুর্যের আশ্রয় নেবে আমরা তাদের চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কিছু প্রেসকে আমরা শাস্তির আওতায়ও নিয়ে এসেছি।
Read Entire Article