নির্ধারিত সময়েও শেষ হয়নি বিএডিসির গুদামঘর নির্মাণ

4 weeks ago 10

রংপুরে তিন হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন নন ইউরিয়া সার রাখার জন্য নতুন প্রি-ফেব্রিকেটেড স্টিল গুদামঘর নির্মাণের কাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। চুক্তি মোতাবেক ২৪ আগস্ট কাজ শেষ করার কথা থাকলেও গত জুন পর্যন্ত গুদামের গ্রেটবিম নির্মাণ করার পর থেকে বন্ধ রয়েছে কাজ। নির্ধারিত সময়ের তিন মাস অতিবাহিত হলেও কাজের অগ্রগতি ৫৫ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএডিসির বিদ্যমান সার গুদামের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প ২য় পর্যায়ের অধীন নতুন গুদাম নির্মাণের জন্য ২০২২ সালের নভেম্বরে দরপত্র আহ্বান করে প্রকল্প পরিচালকের দপ্তর।

দরপত্র যাচাই শেষে ৮ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ১৫৯ টাকা চুক্তিতে রংপুরের আলম নগরে নতুন গুদাম নির্মাণের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর কনসোর্টিয়াম। এক বছর মেয়াদের গুদাম নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় গত বছর ২০২৩ সালের ২ এপ্রিল। আর সাইট হস্তান্তর করা হয় ওই বছরের ১০ সেপ্টেম্বর।

এদিকে চলতি বছরের ২৪ আগস্ট গুদাম নির্মাণের চূড়ান্ত সময় বেঁধে দেওয়া থাকলেও কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ের পর থেকে আজ অবধি কাজ পুনরায় শুরু হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর কনসোর্টিয়ামের নিয়োগকৃত সাইট প্রকৌশলী মো. তানভীর আহমেদ বলেন, জমি প্রায় ১৪ ফিট থেকে ১৫ ফিট পর্যন্ত নিচু ছিল। তাই ভরাট করে কাজের উপযোগী করতে প্রচুর বালু মাটির প্রয়োজন হয়েছে। ওই সময়ে বালু মাটি সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে। এজন্য নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়নি।

তিনি আরও বলেন, প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচারের গুদামের প্রথম পর্যায়ের রড সিমেন্ট এবং ইটের যে কাজ তা শেষ হয়েছে। এখন ঢাকার কারখানায় ফ্রেমের ফেব্রিকেশনের কাজ চলছে। তবে এর উপকরণ সংগ্রহ করতে সময় লাগছে। তৈরি হলে তা নিয়ে এসে এখানে সংযোগ করা হবে। এরপর অন্য কাজ করা হবে।

কাজের অগ্রগতি শতকরা ৭৫ ভাগ সম্পন্ন হয়েছে উল্লেখ করে আরও ২ মাস সময় লাগতে পারে বলে জানান তিনি।

গুদাম নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা রংপুর বিএডিসির সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, কার্যাদেশের শর্ত অনুযায়ী সাইট হস্তান্তরের সময় থেকে এক বছর শেষ হয়েছে গত ২৪ আগস্ট। জমিটা উঁচু করতে হয়েছে এবং গ্রেডবিমের কাজ শেষ হয়েছে। আমাদের সাইট পরিদর্শনের কথা বলেছেন ঠিকাদার, কিন্তু এখনো নিয়ে যাননি। সার্বিক কাজের অগ্রগতি শতকরা ৫৫ ভাগ।

বিএডিসির নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ বলেন, গুদাম নির্মাণের নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে। শুনেছি কাজের মেয়াদ বৃদ্ধি করেছে প্রকল্প অফিস। তবে লিখিত কোনো চিঠি পাইনি।

তিনি আরও বলেন, গ্রেটবিম নির্মাণের পর এখন প্রি-ফেব্রিকেটেড স্টিল অবকাঠামো নিয়ে এসে স্থাপনের পর মেঝে এবং প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে। অবকাঠামো নিয়ে এসে স্থাপন করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হবে।

বিএডিসি সার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর রংপুর জেলায় নন ইউরিয়া (টিএসপি,এমওপি ও ডিএপি) সারের চাহিদা ছিল ২০ হাজার ৫২৬ মেট্রিক টন। জেলায় বর্তমানে গুদাম আছে ৩টি। এগুলোর ধারণক্ষমতা হচ্ছে ৬ হাজার মেট্রিক টন। ফলে গুদামের অভাবে আপদকালীন সার রাখা সম্ভব হচ্ছে না।

জিতু কবীর/জেডএইচ/এমএস

Read Entire Article